বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৬০
শিরোনাম: ওহে পুরজন, দাও কিছু ধন
ওহে পুরজন, দাও কিছু ধন
প্লাবনপীড়িত জনে,
তব দেশবাসী করে হাহাকার
অন্ন-গেহ-বিহনে।
শিল্পী ও চাষি কত গেছে ভাসি
দারুণ এ শ্রাবণে,
আশ্রয়হীন বস্ত্রবিহীন
মৃত্যু মাগিছে মনে।
(আর সইতে নারে, বলে হা বিধাতা।)
কাঁদিছে জননী কোলের বাছনি
যায় বুঝি অনশনে।
কে আছ মা, ঘরে, দাও স্নেহভরে,
বাঁচাও শিশুরে প্রাণে।
(ওগো স্নেহময়ী ওগো শিশুর মাতা।)
তব ভাইবোনে হরিবে শমনে,
সহিবে বলো কেমনে?
দাও কিছু দাও, বিপন্নে বাঁচাও-
সুখী করো নারায়ণে।
(ওহে পুরবাসী, করো দুঃখীর সেবা।)*
*১৯১৬ সালে লখনউতে গোমতীর বন্যায় বিধ্বস্ত গরিবদের পল্লী। অতুলপ্রসাদ গরিবদের অর্থ
দিয়ে, স্কুল-মন্দিরে বা অন্য কোনো জনসাধারণের আবাসস্থলে তাদের আশ্রয়ের ব্যবস্থা
করেছিলেন। এই দুর্দিনেই গানটি লেখা।
অতুলপ্রসাদ নিজে রাস্তায় দাঁড়িয়ে গানটি গেয়ে (কীর্তনের সুরে) অর্থ সংগ্রহ করেছেন।
এই গানটির একটি অংশ (শিল্পী ও চাষী...) কলকাতার ‘নবপত্রিকা’ মাসিক পত্রিকার আশ্বিন
সংখ্যার (১৩৬৪) প্রকাশিত হয়।