বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৭৮
শিরোনাম: সবাই কত নূতন কথা কয়
সবাই কত নূতন কথা কয়।
আমার পুরানো কথা এখনো তো বলা হল না।
সবাই করে নূতন পরিচয়,
আমার আপনজনে এখনো তো জানা হল না।
সবাই ঘোরে দেশবিদেশে নথতন তল্লাসে;
আমি আছি ঘরে ব’সে,-
আমার পুরানো বঁধু এখনো তো ঘরে এল না।
সবাই কুড়ায় নূতন কড়ি,
আমি হারাধনের গর্ব করি;
আমার পুরানো দিনের পুরানো কথা এখনো তো পুরানো হল না।
সবার গরব সিংহাসনে,
আমার গরব তপোবনে;
আমার সেই শান্তিমাখা পুরাতনের কোথায় তুলনা?
সবাই কহে, নূতন সুরে গাও,
নূতন প্রেমের নূতন গান শুনাও;
আমি যে গো করতে নারি একটু আর একটু মনের সাথে গানের ছলনা।
গাঁথব কি আর নূতন গাথা;
পরানে যে পুরানো ব্যথা।
আমার নিত্যনূতন সেই পুরাতন এখনো তো আপন হল না।