বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
১৮
শিরোনাম: এ মধুর রাতে বলো কে বীণা বাজায়


এ মধুর রাতে বলো কে বীণা বাজায়?
আপণ রাগিণী আপণ মনে গায়ে?
নাচিছে চন্দ্রমা সে গীতছন্দে,
গ্রহ গ্রহে ঘিরি নাচে আনন্দে,
গোপন গানে হেন কে সবে মাতায়?
যাঁর যন্ত্রে হেন মোহন তন্ত্র,
যাঁর কণ্ঠে হেন মোহন মন্ত্র,
না জানি সুন্দর সে কী শোভায়।
কোথা সে বীণা, কোথা সে বাণী,
কোথা সে শতদল ফোটে না-জানি!
প্রাণ-মরাল চাহে ভাসিতে তাঁর পায়।