বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৮৫
শিরোনাম: এসো হে, এসো হে প্রাণে প্রাণসখা
এসো হে, এসো হে প্রাণে প্রাণসখা।
আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন,
আঁখি ভরিয়া মোরে দেহো দেখা।
খুলিয়া প্রাণের আধো লাজবসন
জীবনমন্দিরে পেতেছি আসন;
বোসো হে বিরহক্লেশ-নাশন,
কণ্ঠে লহো মম মালিকা।
উন্মাদ এ তরঙ্গ,
উথলিছে ভীষণ ভঙ্গ।
ঘোর তিমির ঘেরি দশ দিক;
এসো হে নবীন নাবিক।
জীবন-তরী মাঝে নাহিকো কাণ্ডারী;
প্রেমপারাবারে আমি একা।
গ্রন্থভুক্তি
১. শতগান, ২৮ সংখ্যক গান, খাম্বাজ-একতাল (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। পৃষ্ঠা: ৯৬-৯৮।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
সরলা দেবী
স্বরলিপিকার: সরলা দেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র কানাড়া
তাল: কাওয়ালি
গ্রহস্বর: জ্ঞা