বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
১৮৮
শিরোনাম: কেন যে গাহিতে বলে, জানে না


কেন যে গাহিতে বলে, জানে না, জানে না তারা।
যে সুরে গাহিতে চাহি আমি যে সে সুর-হারা।
যে সুরে শিশুরা হাসে, যে সুরে ফুল বিকাশে,
যে সুরে প্রভাতে পাখি বরষে অমৃতধারা।
যে সুরে নাচে পতঙ্গ, যে সুরে নাচে তরঙ্গ,
যে সুরে নাচে গগনে ঘুরে ঘুরে শশী তারা।
সংসারের পোষা পাখি, জীবনপিঞ্জরে থাকি,
শিখেছি শেখানো কথা,-তাই গেয়ে হই সারা।
যে কাননে মোর বাসা ভুলে গেছি তার ভাষা,
শেখা কাঁদা, শেখা হাসা, জানি নে গো তাহা ছাড়া।