বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৮৯
শিরোনাম: বিধি, আর তো তোমারে নাহি ডরি
বিধি, আর তো তোমারে নাহি ডরি।
আমি পেয়েছি অকূলে আজি তরী।
যবে কণ্টক তরুতলে ভাসাবে নয়নজলে,
আমি কুসুমে দিব গো তারে ভরি।
হানো যদি খর বাণ, আমারও তো আছে গান;
আমি সম্মুখে রহিব তারে ধরি।
জেনো ওহে নিরদয়, হবে তব পরাজয়;
সন্ধি করিবে এসো অরি।
যারে ব্যথা দিবে তুমি তাহার নয়ন চুমি
যতনে বেদন লব হরি।
সবারে রাখিব বুকে; মোরে কেমনে রাখিবে দুখে?
সবাকার হাসি যে গো মোরই।
১৯২২-২৩-এ রচনা-“দিলীপ*, এ গানটি কিন্তু...যার তার কাছে গেয়ো না, এ গানটি আমার বড়
ব্যথার দিনে লেখা"। -অতুলপ্রসাদ* শ্রীদিলীপকুমার রায়