বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৯০
শিরোনাম: আমার আঙিনায় আজি পাখি গাহিল এ কী গান
আমার আঙিনায় আজি পাখি গাহিল এ কী গান?
শুনি নি এমন গাওয়া-হেন মরমভেদী বাণ।
যে করেছে অবহেলা আমার গানের মালা,
আজি কি পাখির গলায় তার গলার প্রতিদান?
যে দিয়েছে এত ব্যথা, মনে হয় এ তারি কথা;
বুঝি গো ভিজেছে আজি তার নিঠুর দু-নয়ন।
বল্ রে অজানা পাখি, তুই তার দূত নাকি?
এত দিনে ভাঙিল কি তার গভীর অভিমান?
মোর প্রাণের গানটি শিখি বনে যা তুই বনের পাখি;
বুঝায়ে কহিস তাহারে, আমি তার লাগিয়া ধরি প্রাণ।*
*১৯২৫ সাল। দেরাদুনে পড়ে গিয়ে হেমকুসুমের পা ভেঙেছে। শরীর খুব খারাপ। এমত অবস্থায়
অতুলপ্রসাদের ইচ্ছা নয় স্ত্রী হেমকুসুম অসুস্থ অবস্থায় দেরাদুনে একা থাকেন।
হেমকুসুমও তাই মনে মনে চাইছিলেন-পুত্র দিলীপকুমারকে পাঠিয়ে তা জানিয়ে দিলেন।
হেমকুসুমের মনোভাব জেনে অতুলপ্রসাদ আনন্দিত। তাই তিনি দ্রুত দিলীপকুমারকে দেরাদুনে
পাঠিয়ে দিলেন স্ত্রী হেমকুসুমকে দ্রুত লখনউ আনার জন্য। অতুলপ্রসাদের অন্তর খুশিতে
ভরে উঠল-তিনি গান লিখলেন।