বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৯২
শিরোনাম: কত গান তো হল গাওয়া
কত গান তো হল গাওয়া,
আর মিছে কেন গাওয়াও?
যদি দেখা নাহি দিবে
তবে কেন মিছে চাওয়াও?
যদি যতই মরি ঘুরে
তুমি ততই রবে দূরে,
তবে কেন বাঁশির সুরে
তব তরে শুধু ধাওয়াও?
যদি সন্ধ্যা হলে বেলা
নাহি মিলে তব বেলা,
পথভোলা মোর ভেলা
এ অকূলে কেন বাওয়াও?
যদি আমার দিবারাতি
কাটি যাবে কিনা সাথি,
তবে কেন বঁধুর লাগি
পথপানে শুধু চাওয়াও?
বড়ো ব্যথা তোমায় চাওয়া;
আরো ব্যথা ভুলে যাওয়া;
যদি ব্যথী না আসিবে,
এত ব্যথা কেন পাওয়াও?
বিষয়: ভক্তি
সুরাঙ্গ: গজল