বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৯৪
শিরোনাম: প্রবাসী, চল্ রে দেশে চল্
প্রবাসী, চল্ রে দেশে চল্;
আর কোথায় পাবি এমন হাওয়া, এমন গাঙের জল!
যখন ছিলি এতটুকু,
সেথাই পেলি মায়ের সুধা ঘুম-পাড়ানো বুক;
সেথাই পেলি সাথির সনে বাল্যখেলার সুখ;
যৌবনেতে ফুটল সেথাই হৃদয়-শতদল।-
প্রবাসী, চল্ রে দেশে চল্।
হরির লুটের বাতাসা, আর পৌষ মাসের পিঠা,
পীরের সিন্নি, গাজির গান, আর করিমভাইয়ের ভিটা,
আহা মরি সেই স্মৃতি আজ লাগছে কত মিঠা!
শিউলি বেলি কদম চাঁপা এমন কোথায় বল্।-
প্রবাসী, চল্ রে দেশে চল্।
মনে পড়ে দেশের মাঠে খেত-ভরা সব ধান,
মনে পড়ে তরুণ চাষির করুণ বাঁশির তান,
মনে পড়ে পুকুর-পাড়ে বকুল গাছের গান
মনে পড়ে আকাশ-ভরা মেঘ ও পাখির দল।-
প্রবাসী, চল্ রে দেশে চল্।*
..সেদিন আমার দেশের কয়েকটি ভাই আমাকে তাদের নবজাত পত্রিকার জন্য একটি কবিতা বা গান
লিখে পাঠাতে বিশেষ করে অনুরোধ করেছিলেন। তখন আমার দেশের গ্রামখানির কথা মনে পড়ে
গেল। সেই পদ্মানদীর ধার, সেই খোলা মাঠ, খোলা প্রাণ, পাখির গান, বকুল ফুল, হরির
লুটের বাতাসা, মায়েদের ভালোবাসা, ছেলেদের সঙ্গে খেলা, খুব মনে পড়ে গেল। আমার সেই
মিষ্টি দেশটি আমার চোখের সামনে, আমার প্রাণের সামনে ভাসতে লাগল, ভাল করে মনে হল আমি
ভুলিনি, ভুলিনি আমার দেশমাতাকে...যদিও প্রায় পঁয়ত্রিশ বৎসর সে গ্রামখানিতে যাইনি।
দূর দেশে থাকলে কি হবে, মা’র টান বড় টান।...অতুলপ্রসাদ।