বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
১৯৬
শিরোনাম: গাহো রবীন্দ্রজয়ন্তী-বন্দন


গাহো রবীন্দ্রজয়ন্তী-বন্দন,
ভকত জনে আনো পুষ্প চন্দন।
বরো বরেণ্যে, জগতমান্যে,
মুখর যাঁর গানে কাব্যকানন।
সাহিত্য-আকাশে ভাতে যত রবি,
ইন্দ্র সবাকার, তুমি ওহে কবি,
গৌড় গৌরবে তোমার সৌরভে,
বিশ্ব বিমোহিত, মুগ্ধ গুণীজন।
হে অমর কবি, থাকো মরলোকে
বর্ষ বহু আরো মোদের সম্মুখে;
বঙ্গবীণা আরো বাজাও গুণী,
মহান্ মোহন বাণী কহো শুনি।
রচো এ ভুবনে ‘শান্তিনিকেতন’।
পূর্ণ হউক তব পুন্যসাধন।


*অতুলপ্রসাদ অসুস্থ হয়ে কলকাতায়’ এসেছেন বোন কিরণের বাড়িতে। শ্রীঅমল হোম দেখা করতে এলেন এবং অনুরোধ করলেন রবীন্দ্রজয়ন্তীতে অতুলপ্রসাদকে কিছু বলার জন্য। কিন্তু ডাক্তারের বারণ-সম্পূর্ন বিশ্রাম নিতে হবে। কিন্তু রবীন্দ্র-প্রাণ অতুলপ্রসাদ সকলের নিষেধ অমান্য করে ১৩ই মে রবীন্দ্র-জন্মজয়ন্তীতে উপস্থিত হলেন-একটি ছোট ভাষণ দিলেন এবং গানটি গাইলেন।