বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
১৯৯
শিরোনাম: মন-পথে এল বনহরিণী


মন-পথে এল বনহরিণী;
এ কী মনোহরিণী?
তার সজল কাজল আঁখি
কেন তাহা নাহি জানি।
পথের বাঁশরি শুনি কি পথহারা?
থাকি থাকি তাই চকিত দুটি তারা-
কারে চাহ তুমি বনবিহারিণী?
থমকি থির এ কী বঙ্কিম ভঙ্গি?
আছে কি এ প্রাঙ্গনে তব প্রেমসঙ্গী?
কোথা যূথ তব, কোথা সে বনস্থলী?
আইলে হেথায়, জেনে কি পথ ভুলি?
বন ছাড়ি কেন মনবিষাদিনী?