বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
২০৪
শিরোনাম: ও জীবন-সুখের পথিক


ও জীবন-সুখের পথিক, ভুল পথে আর চলবি কত?
চলিয়ে অবিশ্রান্ত হলি ক্লান্ত, তার দেখা তুই পেলি না তো।
কতবার মোহের বশে, ভাবিলি ওই বুঝি সে,
গেলি তুই ঊর্ধ্বশ্বাসে কাছে হেসে;
সুখ ভেবে কোল দিলি তারে, লাগল দুঃখের মতো!
পর-সুখ খুঁজবি যবে, নিজ-সুখ পাবি তবে,
ও পথিক, পথ-চলা তোর সফল হবে;
আপনারে হারাবি যত ঘরের পুঁজি বাড়বে তত।
দুঃখে যে বুক ভাসাবে, সুখেতেই সেই হাসাবে,
তাঁর হাতে সঁপে দিয়ে চল্ রে পথিক চল্ রে ভবে;
নয়নে সিঞ্চিলে জীবন অন্তরে ফুল ফুটবে শত!