বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ২০৭
শিরোনাম: জননী বঙ্গ, তোমার সঙ্গ লভিয়া যদি গো
জননী বঙ্গ, তোমার সঙ্গ লভিয়া যদি গো
অঙ্গ আমার হয় না মা, ক্ষয়;
তথাপি রঙ্গে ভ্রুকুটি-ভঙ্গে তুচ্ছ করিয়া
গাহিব জননী, তোমারি জয়।
লা আমরা যদিও জননী,
শোণিতরঞ্জিত মোদের শির;
বক্ষ ভেদিয়া বয়ে যায় গুলি,
তথাপি ফেলি না অশ্রুনীর।
মৃত্যু সতত করিছে নৃত্য শিয়রে মোদের,
তবু তো করি না কাহারে ভয়।
অভয়ার বরপুত্র আমরা
হাসিয়া করি মা, গরল পান;
অনলদাহন যদিও মা বুকে,
কণ্ঠ গাহিছে তোমারি গান।
সপ্তকোটি সন্তান আমরা
তোমার লাগিয়া এনেছি অর্ঘ্য;
তুমি গো জননী, দেবতা মোদের,
ধরায় তুমি মা, মোদের স্বর্গ।
যে পূজার মা গো, এত আয়োজন প্রাণ-বিনিময়ে
যেন সে য পূর্ণ হয়।