বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৪০
শিরোনাম: যবে মানবের বিচারশালায় অবিচার পাব দান


যবে মানবের বিচারশালায় অবিচার পাব দান,
যখন লুকানো নিন্দা আমারে আঁধারে হানিবে বাণ,
সহিব নীরবে, কহিব তখন-
তুমি জান, নাথ, তুমি জান!
ভবের সভায় যশের মুকুট দেয় যদি তারা শিরে,
পারি যেন দিতে সরল বিনয়ে তাদের চরণে ফিরে;
বলি যেন তবে, হীনতা আমার
তুমি জান, নাথ, তুমি জান!
লক্ষ্যের দিকে যদি আসে মেঘ বিপদের পাকা খুলে,
যদি ভবপারে সবে ডাকে মোরে, ‘লাগাও তরণী কূলে’,
চলিব আঁধারে, বলিব তখন-
তুমি জান, নাথ. তুমি জান!
ফুরায় যে সুখ, ফুরায় যে দুখ, না ফুরায় শুধু আশা;
ভাঙে যতবার গড়ি ততবার ধুলায় ধূলির বাসা;
কেন এ যতন? কোথা সে রতন?
তুমি জান, নাথ, তুমি জান!