বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৪৪
শিরোনাম: তবু তোমারে ডাকি বারে বারে
তবু তোমারে ডাকি বারে বারে
কত যে পেতেছি ব্যথা না বুঝি তোমারে॥
জানি না কেন যে দাও, কাঁদায়ে ফিরায়ে নাও,
তুমি তো ভোল না, বিধি, নয়ন-আসারে!
বলো হে কবে জানিব, শ্মশানেতে তুমি শিব!
তোমারে সুখে বরিব দুঃখের মাঝারে।
বুঝেছি সুখ যে মায়া, বুঝাও দুখও যে ছায়া,
তুমি যে রয়েছ সুখ-দুঃখের ওপারে॥
মনে হয় তব কাছে সব হারাধন আছে,
তাই তো এসেছি হে নাথ তোমরা দুয়ারে!
গ্রন্থভুক্তি
১.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
প্রথম খণ্ড,
১৫ সংখ্যক গান [সাধারণ
ব্রাহ্মসমাজ (পৌষ
১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
এই গানে কল্যাণকরী শক্তি হিসেবে শিব শব্দ ব্যবহার করা হয়েছে।
সুরকার:
অতুলপ্রসাদ সেন
স্বরলিপিকার: অজ্ঞাত
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ঝিঁঝিট-খাম্বাজ
তাল:
মধ্যামান
অঙ্গ: টপ্পাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: স