বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৪৭
শিরোনাম: সে ডাকে আমারে


সে ডাকে আমারে।
বিনা সে সখারে রহিতে মন নারে!-, সে ডাকে
প্রভাতে যারে দেখিবে বলি
দ্বার খোলে, কুসুম-কলি’,
কুঞ্জে ফুকারে অলি, যাহারে বারে বারে,
নিঝর কলকণ্ঠ-গীতি বন্দে যাহারে,
শৈল-বন পুষ্পকুল নন্দে যাহারে,
যার প্রেমে চন্দ্র তারা
কাটে নিশি তন্দ্রাহারা
যার প্রেমের ধারা বহিছে শত ধারে।


(বিখ্যাত শ্রীকৃষ্ণরতনজানকার একদিন অতুলপ্রসাদের বাড়িতে সংগীতের জলসায় গাইলেন-‘ভবানীদয়ানী মহিষাসুর মরদনী’। তারই অনুকরণে অতুলপ্রসাদ বাংলা গানে ভৈরবীর মধ্যে একটু বিশেষ ঢং যুক্ত করলেন।)