বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৪৮
শিরোনাম: ওগো নিঠুর দরদী, এ কী খেলছ অনুক্ষণ


ওগো নিঠুর দরদী, এ কী খেলছ অনুক্ষণ?
তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন।
মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা;
আমার আঁখি-জল, তোমায় করে গো চঞ্চল-
তাই নয় বুঝি বিফল আমার অশ্রুবরিষণ!
ডাকিলে কও না কথা, কী নিঠুর নীরবতা!
আবার ফিরে চাও, বল, ‘ওগো শুনে যাও,
তোমার সাথে আছে আমার অনেক কথন’।


(অতুলপ্রসাদের আহ্বানে রবীন্দ্রনাথ লখনউ গিয়েছিলেন। লখনউবাসী কবিকে অভূতপূর্ব আন্তরিক শ্রদ্ধা জানিয়েছিলেন। সে সময় অতুলপ্রসাদ এবং স্ত্রী হেমকুসুম যুক্তভাবে কবির সেবায় নিয়োজিত ছিলেন।
লখনউ থেকে রবীন্দ্রনাথের বিদায় নেবার পর স্ত্রী হেমকুসুম পুত্র দিলীপকুমারকে নিয়ে হঠাৎ অন্যত্র চলে যান। অসহায় অতুলপ্রসাদ প্রিয়তমা স্ত্রীর অদর্শন-বেদনাকে ব্যক্ত করলেন এই গানের মধ্য দিয়ে।)