বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৫০
শিরোনাম: তব চরণতলে সদা রাখিয়ো মোরে


                     
জৌনপুরী। ত্রিতাল
         

             তব চরণতলে সদা রাখিও মোরে।

    দীনবন্ধু করুণা সিন্ধু, শান্তিসুধা দিও চিত্ত-চকোরে
কাঁদিচে চিত 'নাথ নাথ' বলি, সংসার-কান্তারে সুপথ ভুলি;
তোমার অভয় শরণ আজি মাগি, দেখাও পথ অন্ধ তিমিরে
মন্দ ভাল মম সব তুমি নিও, দুঃখীজনে হিত সাধিতে দিও,
হে নিরঞ্জন, দীনরূপে আসিও, বাঁধিও সবে মম প্রেমডোরে

 

গ্রন্থভুক্তি

১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ১০ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
 
 

গীতিকার: অতুল প্রসাদ সেন
 

সুরকার: অতুলপ্রসাদ সেন

স্বরলিপিকার: রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: জৌনপুরী

তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: মধ্য

গ্রহস্বর: পা