বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৬৩
শিরোনাম:
আজি এ নিশি, সখী, সহিতে নারি
আজি এ নিশি, সখী, সহিতে নারি।
কেবলই পড়িছে মনে যমুনা-বারি।
এমন সোনার তরী ভেসেছিল নভোপরি-
নাহিক শ্যামের তরী, নাহি বাঁশরি।
ছিল গো সেদিন, সখী, হেন যামিনী।
আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধূ,
আছে নিশা, নাহি শুধু অভিসারী।
মিলনমধুর নিশি আসিবে না আর;
আজি এ চাঁদিনী ধরা বিরহ-বেদন-ভরা,
আকাশের গ্রহ তারা শ্যাম-ভিখারি।*
*সুন্দরবনে লঞ্চে বেড়াবার সময় গভীর রাতে চাঁদের আলোয় প্রকৃতিকে দেখে রচনা করেন।