বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৬৪
শিরোনাম: মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে
মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে,
মোরা নাচি সুরধনী-কূলে-কূলে।
কখনো চলি বেগে, কভু মৃদু চরণে;
কখনো ছুটি মোরা ফুল-ফল-হরণে।
কোথা হতে এসেছি, কবে যে ভেসেছি,
তা গেছি ভুলে।
খেলি লুকোচুরি কভু বনে,
মাতি নিধি-সনে কভু রণে,
ভাসি আকাশে নীরদ-সনে
শত পাল তুলে।
যখন থাকি ঘুমে, থাকে ঘুমে ধরণী-
গহন নদী, নিধি, নভে মেঘ-তরণী।
পুনঃ জাগে হরষে মোদের পরশে
নয়ন খুলে।