বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৬৮
শিরোনাম: যাব না, যাব না, যাব না ঘরে


যাব না, যাব না, যাব না ঘরে,
বাহির করেছে পাগল মোরে।
বনের বিজনে মৃদুল বায়,
দুলে দুলে ফুল বলে আমায়,
‘ঘরের বাহিরে ফুটিবি আয়
পুলক-ভরে’।
আকাশের দু-তীরে দু-বেলা
আলো কালো করে হোলি খেলা;
আমারও পরানে লেগেছে রঙ
কালোর’ পরে।
নীল সরে হেমতরী-’পরে
হাসে নববিধু লাজ-ভরে
‘এসো বঁধূ’ ব’লে ডাকে মোরে
মোহন স্বরে।*


*একদিন কোর্ট থেকে ফিরে বাড়ির ভেতর ঢুকে দেখতে পেলেন, তাঁর কোটপাতলুন স্তুপীকৃত হয়ে আগুনে জ্বলছে। ক্রোধে বাড়ি থেকে পালিয়ে এসে দাদার (সত্যপ্রসাদ সেন) বাড়িতে রাত কাটালেন।–সত্যপ্রসাদ অতুলপ্রসাদের ছুটে আসার কারণ জেনে বাড়ি ফিরে যেতে বললেন-অতুলপ্রসাদ তখনই ক্রোধের বেগে বললেন-‘যাব না, যাব না, যাব না ঘরে’-ঠিক সে সময় আকাশের দিকে তাকিয়ে মেঘের লুকোচুরী দেখে শান্ত হলেন-ক্রোধ ও তার কারণ ভুলে গেলেন-আপন বেদনাকে বিশ্ব-প্রকৃতির আনন্দ-ঝর্ণায় মথিত করে সুরের মূর্চ্ছনায়
গাইলেন-সে এক অন্য অতুলপ্রসাদ।