বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৭২
শিরোনাম: উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ
উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ আদি-জগত-জন-পূজ্যা,
দুঃখ দৈন্য সব নাশি করৱ, দূরিত ভারত-লজ্জা।
ছাড়ো গো ছাড়ো শোক-শয্যা, কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধনধান্যে!
জননি গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
কাণ্ডারী নাহিক কমলা, দুঃখলাঞ্ছিত ভারতবর্ষে;
শঙ্কিত মোরা সব যাত্রী কাল-সাগর-কম্পন-দর্শে।
তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী সুখ লক্ষ্যে
জননি গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
ভারতশ্মশান কর পূর্ণ, পুনঃ কোকিলকূজিত কুঞ্জে,
দ্বেষ-হিংসা করি চূর্ণ কর পূরিত প্রেম-অলি-গুঞ্জে,
দূরিত করি পাপ-পুঞ্জে তপ-তুঞ্জে,
পুনঃ বিমল করো ভারত পুণ্যে।
জননি গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
১.শতগান,
৫২ সংখ্যক গান, মিশ্র-কাওয়ালি। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত।
রচনাকাল:
১৮৯১-৯২ খ্রিষ্টাব্দে রচনা।
প্রাসঙ্গিক পাঠ: অতুলপ্রসাদ সেনের প্রথম বিলেতে যাবার পথে ইতালীর ভেনিস
নগরের গণ্ডোলা চালকদের গানের সুরে রচিত। সরলাদেবী তাঁর শতগান গ্রন্থে গানটির সুর
'ইতালীয়' উল্লেখ করেছেন।
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী:
অতুলপ্রসাদ সেনের প্রথম বিলেতে
যাবার পথে ইতালীর ভেনিস নগরের গণ্ডোলা চালকদের গানের সুর অনুসারে সুর করেছিলেন।
সুর: সরলাদেবী তাঁর শতগান গ্রন্থে গানটির
সুর 'ইতালীয়' উল্লেখ করেছেন।
তাল: ৪।৪।৪।৪ মাত্রা ছন্দে ত্রিতালে নিবদ্ধ।
পর্যায়: জাতীয় সঙ্গীত
গ্রহস্বর: সা