বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৭৬
শিরোনাম: দেখ্ মা, এবার দুয়ার খুলে
দেখ্ মা, এবার দুয়ার খুলে।
গলে গলে এনু মা, তোর
হিন্দু মুসলমান দু ছেলে।
এসেছি মা, শপথ করে,
ঘরের বিবাদ মিটবে ঘরে;
যাব না আর পরের কাছে
ভাইয়ে ভাইয়ে বিরোধ হলে।
অনুগ্রহে নাই মুকতি,
মিলন বিনা নাই শকতি,
এ কথা বুঝেছি দোঁহে-
থাকব না আর স্বার্থে ভুলে।
থাকবে না আর রেষারেষি-
কাহার অল্প, কাহার বেশি;
দু ভাইয়ের যা আছে জমা
সঁপিব তোর চরণতলে।
দু-জনেই বুঝেছি এবার-
তোর মতো কেউ নেই আপনার;
তোরই কোলে জন্ম মোদের,
মুদব আঁখি তোরই কোলে।
(বঙ্গচ্ছেদের অভিশাপ থেকে মুক্ত হবার জন্য ‘রাখি বন্ধন’ উৎসবের দিনে এই গানটি
সম্মিলিত হিন্দু-মুসলমান রাস্তায় রাস্তায় গেয়েছিলেন।)