বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৭৮
শিরোনাম: কঠিন শাসনে করো মা
কঠিন শাসনে করো মা, শাসিত।
আমরা দয়ার তব নহি অধিকারী।
ছিলে মা, অতুল-বিভব-শালিনী,
মোদের লাগিয়ে হলে কাঙালিনী;
দীনবেশ তব হেরিয়া জননী,
নয়নে নাহি অনুতাপ-বারি।
স্বার্থ-মোহে মোরা সদাই হতজ্ঞান,
আপন দোষে মোরা হারাই নিজ মান।
ভায়েরে ঘৃণা করি, করিয়া অপমান,
পরের কাছে মোরা কৃপা-ভিখারি।
আপন ধন পদ যশের আশায়
মিথ্যা প্রীতি-পূজা জানাই তোমায়;
প্রাণের অঞ্জলি দিতে নারি পায়
যে পদ ধৌত করে জাহ্ণবি-বারি।
লোকমান্য তিলক বন্দী হবার সংবাদে অতুলপ্রসাদ অত্যন্ত মর্মাহত হলেন এবং সেই উপলক্ষে এই গান রচনা করে বারদুয়ারীতে নিজেই গাইলেন। সেখানে উপস্থিত ছিলেন-শিবনাথ শাস্ত্রী, বিপিনচন্দ্র পাল।
পাঠান্তর
লক্ষ্ণৌ ঠুংরি
কঠিন শাসনে করো মা শাসিত
আমরা দয়ার তব নহি অধিকারী।
ছিলেমা অতুল বিভবশালিনী
মোদের পাপিয়া হলে কাঙ্গালিনী
দীন বেশ তব হেরিয়া জননী
নয়নে নাহি অনুতাপ-বারি।
স্বার্থ মোহে মোরা সতই হত জ্ঞান
আপন দোষে সদা নাশি আপন মান
তোমারে ঘৃণা করি করে যে অপমান
তাহার কাছে মোরা কৃপা ভিক্ষারী।
আপন ধনপদ যশের আশায়
মিথ্যা প্রীতি পূজা জানাই তোমায়
প্রাণের অঞ্জলি দিতে নারি পায়
যে পদ সেবিছে জাহ্ণবি-বারি।