বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৮১
শিরোনাম: ভারত-ভানু কোথা লুকালে
ভারত-ভানু কোথা লুকালে?
পুনঃ উদিবে কবে পুরব-ভালে?
হা রে বিধাতা, সে দেবকান্তি,
কালের গর্ভে কেন ডুবালে?
আছে অযোধ্যা, কোথা সে রাঘব?
আছে কুরুক্ষেত্র, কোথা সে পাণ্ডব?
আছে নৈরঞ্জনা, কোথা সে মুক্তি?
আছে নবদ্বীপ, কোথা সে ভক্তি?
আছে তপোবন, কোথা সে তপোধন?
কোথা সে কালা কালিন্দী-কূলে?
পুরুষ অবরুদ্ধ আপন দেশে;
নারী অবরুদ্ধ নিজ নিবাসে।
কোথা সে বীরেন্দ্র সুর দানবারি?
কোথা সে বিদুষী তাপসী নারী?
সিংহের দেশে বিচরিছে শিবা,
বীর্য বিড়ন্বিত খল কোলাহলে।
নানক গৌরাঙ্গ শাক্যের জাতি-
নাহিক সাম্য, ভেদে আত্মঘাতী।
ধর্মের বেশে বিহরে অধর্মী।
কোথা সে ত্যাগী, প্রেমী ও কর্মী?
কোথা সে জাতি যাহারে বিশ্ব
পূজিত কালের প্রভাতকালে?