বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৮৩
শিরোনাম: নূতন বরষ নূতন বরষ
নূতন বরষ নূতন বরষ,
(তব) অঞ্চলে ও কী ঢাকা?
মিলে নাই যাহা, হারিয়েছে যাহা,
তাই কি গোপনে রাখা?
দীনের লাগিয়া এনেছ কি দান?
ধনীর লাগিয়া এনেছ কি প্রাণ?
অলসের লাগি এনেছ কি শ্রম?
সুপ্তের লাগি জাগা?
আশায় বসিয়া আছেন জননী-
তাঁর লাগি তুমি কী এনেছ ধনী?
ঘুচাবে কি তাঁর অতীতের পানে
সজল চাহিয়া থাকা?
আসিবে কি হেথা প্রেমের শাসন?
তুচ্ছের লাগি’ উচ্চ আসন?
শিখাবে কি দ্বেষ-গর্ব পাসরি
ভাই ব’লে ভাইয়ে ডাকা?
(প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের নূতন বর্ষ উপলক্ষে নির্বাচিত)