বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৮৫
শিরোনাম: কাঙাল বলিয়া করিয়ো না হেলা


কাঙাল বলিয়া করিয়ো না হেলা,
আমি পথের ভিখারি নহি গো।
শুধু তোমারি দুয়ারে অন্ধের মতো
অন্তর পাতি রহি গো।
শুধু তব ধন করি আশ
আমি পরিয়াছি দীন বাস;
শুধু তোমারি লাগিয়া গান
মর্মের কথা কহি গো।
মম সঞ্চিত পাপ পুণ্য,
দেখো, সকলি করেছি শূন্য;
তুমি নিজ হাতে ভরি দিবে তাই
রিক্ত হৃদয় বহি গো।


লখনউতে রবীন্দ্রনাথের সংবর্ধনায় অতুলপ্রসাদ স্বরচিত অনেকগুলি গান গাইলেন-তার মধ্যে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। গানটি গাওয়া হলে শ্রোতারা বললেন, ‘আহা, রবীন্দ্রনাথের গানের কি মিষ্টি সুর!’ রবীন্দ্রনাথ মন্তব্যটি শুনেছেন-তিনি অতুলপ্রসাদকে পরামর্শ দেন যে তিনি যেন তাঁর রচিত গানগুলি পুস্তকাকারে প্রকাশ করেন।