বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৮৮
শিরোনাম: কে তুমি বসি নদীকূলে একেলা


কে তুমি বসি নদীকূলে একেলা?
কার লাগি এত উতলা?
কে তরী বাহি আসিবে গাহি?
খেলিবে তার সনে কী খেলা?
সারা বেলা গাঁথ’ মালা-
ঘরের কাজে এ কী হেলা?
ছলনা করি আন’ গাগরি
কার লাগি বলো অবেলা?*


ক্লান্ত অবসন্ন মনে জরুরি মামলার কাগজপত্তর নিয়ে একদিন নৌকা করে বিশ্রামের মেজাজে গোমতী নদী পার হচ্ছেন। সে সময় নদীর পাড়ে এলোচুলে আনমনে একটি বালিকা তার পা দুটো জলে ভাসিয়ে বসে আছে। এই দৃশ্যে উদাস মন তখুনি লিখলেন।