বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৯২
শিরোনাম: আজি স্বরগ-আবাস
তুমি এসো ছাড়ি
আজি স্বরগ-আবাস তুমি এসো ছাড়ি।
আজি বরষে বরষা বিরহ-বারি।
আজি ফুলে নাহিকো মধুগন্ধ,
মলয়ে নাহিকো মৃদুমন্দ,
জীবনে নাহিকো গীতছন্দ
তোমারে ছাড়ি’।
মোর এ ভালোবাসা পাবে না নন্দনে,
উঠে নি এত সুধা সাগর-মন্থনে;
না জানি নিশি যাপ’ কতই ক্রন্দনে
আমারে ছাড়ি’।
সেথায় নাহিকো আত্ম-বলিদান,
মিছে কলহ, মিছে অভিমান,
বিরহ-বেদন, বিরহ-অবসান
সেথা রবে কেমন করি।
ক. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
১.
শতগান,
১৬ সংখ্যক গান, গান, খাম্বাজ-ধামার। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮
বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত। পৃষ্ঠা: ১৩২-১৩৪।
খ. সুরকার: অতুলপ্রসাদ সেন।
গ. স্বরলিপিকার: সরলাদেবী
ঘ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: খাম্বাজ
তাল: ধামার।
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: র্সা