বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ৯৪
শিরোনাম: আমার মনের ভগন দুয়ারে
আমার মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো, তুমি কে?
নন্দন-আভা-বেষ্টিত তনু উজল নিজ আলোকে!
এ কী প্রেম-প্রতিম অঙ্গ এ কী যৌবনরূপরঙ্গ
এ কী মন্দাকিনী মন্দসলিলভঙ্গ!
এ কী সহসা মম জীবন-বন পুষ্পিত
তোমার নয়ন-পলকে।
ছিল অশ্রুজলদহীন হৃদয় দুঃখতামস গগনে,
আজি প্রাণ মম ইন্দ্রধনু, তোমার নয়নকিরণে।
আজি প্রাণ মম মত্ত মধুপ লুণ্ঠিত তব চরণে।
মম জীবনমরণ ধরমশরম সকলি লীন পুলকে!
তুমি বিশ্ব করেছ সুন্দর মনের নিভৃত কন্দরে
মম ক্ষুদ্র তরণী চঞ্চল ক্ষুদ্র জীবন-বন্দরে
তুমি সহসা উদিত ভাস্কর নীল নিশীথ অম্বরে!
মম জীবন-গহন-চয়ন-কুসুম শোভিত তব অলকে।
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
১.
শতগান, ৩৭ সংখ্যক গান, খাম্বাজ-একতাল (১৩০৭ বঙ্গাব্দ)।
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
প্রাসঙ্গিক পাঠ: অতুলপ্রসাদের মাতা হেমন্তশশী মৃত্যুর কয়েকদিন আগে অতুলপ্রসাদের
বাড়ি এসেছিলেন। সেখানে একদিন তাঁর মা অজ্ঞান হয়ে যান। সেসময় অতুলপ্রসাদ
অরুণপ্রসাদকে ঘরে ডেকে বললেন, মা এখন সংজ্ঞাহীন-আমার ‘কয়েকটি গান মুদ্রিত হয়ে
এইমাত্র এলো, তোমাকে সামনে রেখে আমি আমার বইখানা’ মা’র পাদপদ্মে নিবেদন করতে চাই।
এই বলে অতুলপ্রসাদ মা’র পায়ের উপর পড়ে শিশুর মতো কাঁদতে লাগলেন। এরপর তিনি
মাতৃমূর্তির ধ্যান করতে করতে এই গানটি রচনা করেছিলেন।
সুরকার: অতুলপ্রসাদ সেন
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: খাম্বাজ
তাল: একতাল
গ্রহস্বর: না