বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
৯৬
শিরোনাম: কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে


কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে।
হৃদি মোর উঠল কাঁপি চরণের সেই রণনে।
কোয়েলা ডাকল আবার, যমুনায় লাগল জোয়ার;
কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে?
আজি মোর শূন্য ডালা, কী দিয়ে গাঁথব মালা?
কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে?
হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি-
ঘরেতে পরবাসী থাকিতে আর পারি নে।


(স্বাস্থ্য উদ্ধারের জন্য অতুলপ্রসাদ পুরীতে গেলেন। জানাজানি হয়ে গেল পুরীতে অতুলপ্রসাদের উপস্থিতি। সেই সময় গান্ধীজী পুরীতে এলেন। অতুলপ্রসাদের পরম শ্রদ্ধার পাত্র গান্ধীজী। অতুলপ্রসাদ পুরীতে আছেন শুনে গান্ধীজী গান শোনার জন্য তাঁকে আহ্বান জানালেন। আহ্বান পেয়ে অতুলপ্রসাদ পুলকিত, আনন্দিত। এই গানটি গান্ধীজীর খুব পছন্দ। অতুলপ্রসাদ গানটি হিন্দিতে অনুবাদ করে গান্ধীজীকে গেয়ে শোনালেন।