রাগ-পটমঞ্জরী
জহি১ মণ ইন্দিঅ পবণ২ হোই৩ ণঠা৪ ।
ণ জানমি অপা কহি৫ গই পইঠা ॥ধ্রু॥
অকট করুণা৬ ডমরুলি বাজই৭ ।
আজদেব ণিরাসে৮ রাজই৯ ॥ধ্রু॥
চান্দরে১০ চান্দকান্তি জিম পড়িহাসই১১ ।
চিঅবি করণে১২ তহিঁ১৩ টলি পইসই১৪ ॥ধ্রু॥
ছাড়িল১৫ ভঅ১৬ ঘিন লোআচার ।
চাহন্তে চাহন্তে সুণ১৭ বিআর ॥ধ্রু॥
আজদেবেঁ সঅল বিহলিউ১৮ ।
ভঅ১৬ ঘিণ দুর ণিবরিউ ॥ধ্রু॥
১. জহি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. বণ । মূল পুথির পাঠ।
ইন্দিঅবণ।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. দো।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. ণঠা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. কঁহি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. করুণ।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
৭. বাজঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
৮. নিরালে।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. রাজঅ।
Materlals
for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
১০. চান্দেরি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. পতিভাসঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
পড়িভাসঅ।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
১২. চিঅ বিকরণে।
বৌদ্ধগান ও
দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৩. তহি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৪. পইসঅ।
Materlals for a
Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
১৫. ছাড়িঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৬. ভয়। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৭. সুণ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৮. বিহরিউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী