কথা: ভাদেপাদানাম
গান: ১
বিষয়: চর্যাগীতি-৩৫

       রাগ-মল্লরী
 
এতকাল হউঁ অচ্ছিলোঁ স্বমোহেঁ
   এবেঁ মই বুঝিল সদ্ গুরু বোহেঁ ॥ধ্রু॥
   এবেঁ চিঅরা অ মকুঁ ণঠা ।
   গঅণ সমুদে টলিয়া পইঠা ॥ধ্রু॥
   পেখমি দহদিহ সব্বহি সুন
   চিঅ বিহুন্নে পাপ ন পুন ॥ধ্রু॥
   বাজুলেঁ দিল মো লক্‌খ১০ ভণিআ ।
   মই আহারিল১১ গঅণত পণিআ১২ ॥ধ্রু॥
   ভাদেঁ১৩ ভণই অভাগে লইলা১৪
   চিঅরাঅ মই আহারে১৫ কএলা ॥ধ্রু॥

. হাউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. অচ্ছিলেঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    অচ্ছিল। 
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
   অচ্ছিলেঁসু।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. মোহে।
 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. মোকু।
 Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৫. গণ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. সর্ব্বই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।

             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. শুন।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
৮. পুন্ন।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
৯. বাজুলে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
১০. মোহকখু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. অহারিল।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
১২. পণিআঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।

১৩. ভাদে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
     ভাবে। মূল পুথির পাঠ।
১৪. লইআ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. আহার ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।


সূত্র :