রাগ-কমোদ
আপণে১ নাহি মো২ কাহেরি সণ্কা৩ ।
তা মহামুদেরী টুটী৪ গেলী কংখা৫ ॥ধ্রু॥
অনুভব সহজ মা ভোল রে জোই।
চউকোড়ি৬ বিমুকা জইসো তইসো হোহি৭ ॥ধ্রু॥
জইসনে ইচ্ছিলেস৮ তইসন৯ আচ১০ ।
সহজ পথক১১ জোই ভান্তি মা১২ বাস ॥ধ্রু॥
বান্ড কুরুন্ড১৩ সন্তারে জাণী ।
বাক্পখাতীত কাহিঁ১৪ বখাণী ॥ধ্রু॥
ভণই তাড়ক এথু নাহিঁ অবকাস১৫॥
জো বুঝই১৬ তা গলেঁ গলপাস ॥
১.
অপণে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. সো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩.
সন্কা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. টুটি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. কংখা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. চৌকোট্টি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. হোই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮. অছিলেস।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
ইছিলেসি।
Materlals
for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
৯. তইছন।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. অচ্ছ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. পিথক।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১২. মাহো।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
নাহি।
Materlals
for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ
চন্দ্র বাগচী।
১৩. কুরু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৪. কাঁহি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৫. অবকাশ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৬. বুঝই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী