কথা: তাড়কাপাদানাম্
গান: ১
বিষয়: চর্যাগীতি-৩৭

       রাগ-কমোদ
 
আপণে নাহি মো কাহেরি সণ্কা
  তা মহামুদেরী টুটী গেলী কংখা ॥ধ্রু॥
  অনুভব সহজ মা ভোল রে জোই।
  চউকোড়ি বিমুকা জইসো তইসো হোহি ॥ধ্রু॥
  জইসনে ইচ্ছিলেস তইসন আচ১০
  সহজ পথক১১ জোই ভান্তি মা১২ বাস ॥ধ্রু॥
  বান্ড কুরুন্ড১৩ সন্তারে জাণী ।
  বাক্‌পখাতীত কাহিঁ১৪ বখাণী ॥ধ্রু॥
  ভণই তাড়ক এথু নাহিঁ অবকাস১৫
  জো বুঝই১৬ তা গলেঁ গলপাস ॥

. অপণে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. সো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী 
   
          চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
. সন্কা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. টুটি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
          
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. কংখা।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. চৌকোট্টি।  বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী 
 
৭. হোই।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
৮. অছিলেস।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
    ইছিলেসি।
 Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৯. তইছন।  
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
১০. অচ্ছ।  
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
১১. পিথক।  
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
১২. মাহো।  
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   
     নাহি।
 Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
১৩. কুরু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৪. কাঁহি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৫. অবকাশ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী 
 
১৬. বুঝই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী   


সূত্র :