কথা: জয়নন্দীপা
গান: ১
বিষয়: চর্যাগীতি-৪৬


   
    রাগ-শবরী
 
পেখু সুণেই আদসে জইসা ।
   অন্তরালে ভববি তইসা ॥ধ্রু॥
   মোহ বিমুক্কা জই মণা ।
   তবেঁ তুটই অবণাগবণা ॥ধ্রু॥
   নউ দাঢ়ই নউ তিমই ন ছীজই১০
   পেখ মাআ১১ মোহেঁ বলি বলি বাঝই ॥ধ্রু॥
   ছাআ১২ মাআ কাঅ সমাণা ।
   বেণি১৩ পাখেঁ সোহই১৪ ণাণা ॥ধ্রু॥
   চিঅ তথতাসহাবে১৬ সোহিঅই১৭
   ভণই জয়নন্দি ফুড় আণ১৮ ণ হোই ॥ধ্রু॥
 

১. পেখই। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২. সুঅনে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. অদশ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. মোহ।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. মোদ। মূল পুথির পাঠ।
৬. তুটই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. গমণা।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. নৌ।  
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. দাটই।  
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. চ্ছিজই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. মোঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      মাঅ।
 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. ছাঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩. বিণি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. সোই।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. বিণা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      বিণাণা। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৬. স্বভাবে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৭. যোহিঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
      যোহই।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
১৮. ফুড়অণ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
     
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।


সূত্র :