কথা: শবরপাদানাম
গান: ২
বিষয়: চর্যাগীতি-৫০

        রাগ-রামক্রী
গঅণত গঅণত তইলা বাড়ী হিএঁ কুরাড়ী।
কন্ঠে নইরামণি বালি জাগন্তে উপাড়ী ॥ধ্রু॥
ছাড় ছাড় মাআ মোহা বিসমে দুন্দোলী ।
মহাসুহে বিলসন্তি সবরো লইআ সূণ মেহেলী ॥ধ্রু॥
হোরি সো১০ মোরি১১ তইলা বাড়ী খসমে সমতুলা ।
১২সুকল এ মোরে১২ কপাসু ফুটিলা১৩ ॥ধ্রু॥
তইলা বাড়ী পাসেঁ রে১৪ জোহ্না বাড়ী তা এলা১৫
ফিটেলি অন্ধারি রে আকাস১৬ ফুলিলা১৭ ॥ধ্রু॥
কঙ্গুচিনা১৮ পাকেলা রে সবরাসবরি১৯ মাতেলা ।
অণুদিণ সবরো২০ কিম্পি ণ চেবই মহাসুহেঁ ভোলা২১ ॥ধ্রু॥
চারিবাঁসে২২ গরিলারে২৩ দিআঁ চঞ্চালী।
তহিঁ২৪ তোলি সবরো২০ ডাহ কএলা কান্দই২৬
                            সন্ডণ সিআলী২৭ ॥ধ্রু॥
মারিঅ২৮ ভবমত্তা রে দহ দিহে দিধলি বলী২৯
হের সে৩০ সবরো নিরেবণ৩১ ভইলা ফিটিলি সবরালী৩২॥ধ্রু॥
 

১. বাড্‌হী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২.
হেঞ্চে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. নৈরামণি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. বালিকা।
 Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
৫. সুঘাড়ী।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. ছাড়ু।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. বিষমে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. শবরো।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. সুণমে হেলী।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. যে।  বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. মেরি।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২.-১২. ষকড়এ সেরে।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
       সুকড় এসেরে।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
      ষুকড় এবেরে।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩. ফুলিটিলা। মূল পুথির পাঠ।
১৪. পাসেঁর।
 বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. উএলা।  
Buddist Mystic Song (Revised and Enlarged Edition : 1966)। মুহম্মদ শহীদুল্লাহ
১৬. অকাশ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৭. ফুলিআ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৮. কঙ্গুরি না।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      কঙ্গুরি। 
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
১৯. শবরাশবরি।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২০. শবরো।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২১. ভোলা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২২. চারিবাসে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
      চারিপাসেঁ।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
২৩. ভাইলারেঁ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      ছাইলারে।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
     গড়িলরে। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৪. তঁহি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৫. হকএলা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২৬. কান্দশ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২৭. শিআলী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৮. মারিল।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৯. দিধ লিবলী।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩০, হে রসে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      হেরি সে। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩১. নিব্বাণ।  
Buddist Mystic Song (Revised and Enlarged Edition : 1966)। মুহম্মদ শহীদুল্লাহ
৩২. ষবরালী।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :