দেবেন্দ্রনাথ
ঠাকুরের রচিত গান
|
২
আলাইয়া ।
একতাল
দেহ জ্ঞান— দিব্য জ্ঞান, দেহ প্রীতি— শুদ্ধ প্রীতি,
তুমি মঙ্গল-আলয়, ওহে তুমি মঙ্গল-আলয়!।
ধৈর্য দেহ, বীর্য
দেহ, তিতিক্ষা সন্তোষ দেহ,
বিবেক বৈরাগ্য দেহ, দেহ ও পদ-আশ্রয়॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ৩য় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
দেবেন্দ্রনাথ ঠাকুর
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: আলাইয়া।
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
গ্রহস্বর: ধা