দেবেন্দ্রনাথ ঠাকুরের গান
৩
বেহাগ। একতাল
আরে ভাব তাঁরে, অন্তরে যে বিরাজে;
অন্য কথা ছাড়' না॥
সংসার-সংকটে, ত্রাণ নাহি কোনো মতে,
বিনা তাঁর সাধনা॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৭ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]
২. ১৮৩৫ শক, মাঘ
সংখ্যা হইতে গৃহীত।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: বেহাগ
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্যলয়
গ্রহস্বর: পা