মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গান

                             ৬

                      পরজ। আড়াঠেকা

কারণ সে যে, তাঁর ধ্যান কর, তিনি জগতের পিতা মাতা॥

        হইবে মঙ্গল তাঁহারে সাধিলে, জানিলে।

        যদি জানিবে, কর সাধু সঙ্গ একান্তে॥

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,৭ম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,  ষষ্ঠ খণ্ড। কাঙ্গালীচরণ সেন-কৃত।


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার: কাঙালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 পরজ

তাল: আড়াঠেকা

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়:  মধ্যলয় বা ঢিমা

গ্রহস্বর: দপা