[শ্রবণ নমুনা: মানস বসু] মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গান
৯ - ৭
ছায়ানট । তেওট
ছাড় মোহ ছাড় ছাড়রে কুমন্ত্রণা
জান তাঁরে তবে যাবে যন্ত্রণা॥
দেখি তাঁহারে জ্ঞানচন্দ্র আলোকেতে।
নাশ পাপচয়ে, ভাব আনন্দে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ৭ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ছায়ানট
তাল: তেওট
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর:
ধপা