দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান
|
১
মিশ্র-আশাবরী
। ঝাঁপতাল
জাগো সকল অমৃতের অধিকারী,
নয়ন খুলিয়ে দেখ করুণানিধান, পাপতাপহারী॥
পূরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে,
বিহগ যশ গায় তাঁহারি।
হৃদয়-কপাট খুলি দেখ রে যতনে,
প্রেমময় মূরতি জন-চিত্ত-হারী;
ডাক রে নাথে, বিমল প্রভাতে
পাইবে শান্তির বারি।
গ্রন্থভুক্তি
১.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
প্রথম খণ্ড,
৮ম গান [সাধারণ
ব্রাহ্মসমাজ (পৌষ
১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার: দ্বিজেন্দ্রনাথ
ঠাকুর
সুরকার:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র আশাবরী
তাল:
ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: ণদা