দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান
১০
সোহিনী-বাহার। ঝাঁপতাল
জগতবন্দনে ভজ পবিত্র হবে জীবন।
পাইবে অনন্ত ফল, লাভ হবে পরম ধন॥
অন্ধতম কে এমন, তাঁরে যে কভু দেখে না।
ধিক সে জীবন তার, পাপ-তাপে মগন॥
পরম করুণাধার, সেই পতিতপাবন,
তাঁর পদে প্রণম, নাহি রহিবে মোহাবরণ।
সুগভীর নিশীথে চন্দ্র সুন্দর মধুর,
শোভয়ে যাঁর শোভায়, কেমন তিনি মনোহরণ॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, দ্বিতীয় গান। [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
প্রথম খণ্ড হইতে প্রাপ্ত।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
সোহিনী-বাহার
তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর : ধা