দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান

                   ১০

       সোহিনী-বাহার। ঝাঁপতাল             

জগতবন্দনে ভজ পবিত্র হবে জীবন।

পাইবে অনন্ত ফল, লাভ হবে পরম ধন॥

অন্ধতম কে এমন, তাঁরে যে কভু দেখে না।

ধিক সে জীবন তার, পাপ-তাপে মগন॥

পরম করুণাধার, সেই পতিতপাবন,

তাঁর পদে প্রণম, নাহি রহিবে মোহাবরণ।

সুগভীর নিশীথে চন্দ্র সুন্দর মধুর,

শোভয়ে যাঁর শোভায়, কেমন তিনি মনোহরণ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, দ্বিতীয় গান। [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,  প্রথম খণ্ড হইতে প্রাপ্ত।
 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 সোহিনী-বাহার

তাল: ঝাঁপতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়:  ঈষৎ দ্রুত

গ্রহস্বর : ধা