শ্রবণ নমুনা: পত্রলেখা দত্ত রায়

দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান

                     ১১

                ভৈরবী। চৌতাল        

        জ্ঞানময় জ্যোতিকে যে জানে, সেই সত্য জানে।

        তাঁরে যেই হৃদে ধ্যায়ে, সেই পায় অচল শরণ॥

        এক প্রথম তেজ সেই, একেরই অসংখ্য কিরণ,

        কতই মঙ্গল জ্ঞান ধরম প্রীতি কান্তি ছায় ভুবন॥

গায়   তাঁহারে সর্বলোক, মধ্যে সেই বিশ্বলোক, অন্ত কেহ নাহি পায়।

        যাচি চরণারবিন্দ, দেহি মে কৃপা-আনন্দ,

        আর কার দ্বারে যাব, তুমি সবার দারিদ্রভঞ্জন॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ৮ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]


প্রাসঙ্গিক
বিষয়:

 

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 ভৈরবী

তাল: চৌতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:  মধ্যলয় বা ঢিমা

গ্রহস্বর: দা