দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান

                        ১২

               ইমনকল্যাণ। চৌতাল

সকল    মঙ্গলনিদান, ভবমোচন, অরূপ, চেতনরূপে বিরাজো।

তুমি      অকৃত, অমৃতপুরুষ, বিশ্বভুবনপতি, সুন্দর অতি অপূর্ব॥

                জীবজীবন, দীনশরণ, দুঃখসিন্ধুতারণ হে।

                কৃপা বিতর কৃপাসাগর, তার ভব-অন্ধকারে॥

                অনুপম শাশ্বত আনন্দ, তুমি জগজীবন,

                আকুল অন্তরে তোমারে চাহে।

                পরমব্রহ্ম পরমধাম, পরমেশ্বর সত্যকাম,

                পরমশরণ, চরমশান্তি, তুমি সার॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৭ সংখ্যক  গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারকাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
ইমনকল্যাণ

তাল: চৌতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎদ্রুত

গ্রহস্বর: গা