শ্রবণ নমুনা: সমীর দাস

দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান

                      ১৩

               ভৈরব। সুরফাঁকতাল

            সব দুখ দূর হইল তোমারে দেখি।

এ কী     অপার করুণা তব!     প্রাণ হইল শীতল বিমল সুধায়॥

            সব দেখি শূন্যময়, না যদি তোমারে পাই,

            চন্দ্র সূর্য তারক জ্যোতি হারায়॥

            প্রাণসখা, তোমা-সম আর কেহ নাহি,

            প্রেম-সিন্ধু উথলয়ে স্মরিলে তোমায়।

            থাকো সঙ্গে অহরহ, জীবন করো সনাথ,

            রাখো প্রভু জীবনে মরণে পদছায়॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৮ সংখ্যক  গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারকাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরব

তাল: সুরফাঁকতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎদ্রুত

গ্রহস্বর: গা