দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান
১৪
তিলক কামোদ । চৌতাল
নয়ন বাহিয়ে ঝরে ঝরণা শত
পেয়ে তব করুণামৃত তপত এ হৃদিকমলে।
দীন জনের প্রাণবন্ধু, তোমারে পাইলে
কি ধন না পাই, আনন্দ সিন্ধু হৃদি উথলে ॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, দশম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
তিলক কামোদ
তাল: চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর:
সা