[শ্রবণ নমুনা-ইন্দিরা শিল্পগোষ্ঠী] |
দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান
৩
ভৈরব। ঝাঁপতাল
অনুপম-মহিম
পূর্ণব্রহ্ম কর ধ্যান নিরমল পবিত্র ঊষাকালে।
ভানু নব তাঁর সেই প্রেমমুখচ্ছায়া, দেখ ওই উদয়গিরি শুভ্র ভালে॥
মধু-সমীরণ বহিছে এই যে শুভদিনে,
তাঁর গুণগান করি অমৃত ঢালে;
মিলিয়ে সবে যাই চল ভগবত-নিকেতনে,
প্রেম-উপহার ল'য়ে হৃদয়-থালে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ৪য় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরব
তাল:ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: সা