দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান

                         ৪

                 ঝিঁঝিট কাওয়ালি
           

কর তাঁর নাম গান; যত দিন রহে দেহে প্রাণ

যাঁর হে মহিমা জ্বলন্ত জ্যোতি, জগত করে হে আলো,

স্রোত বহে প্রেম-পীযূষ-বারি, সকল-জীব-সুখকারী হে

করুণা স্মরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি?

যাঁর প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারি হে
উচ্চে নীচে, দেশদেশান্তে, জলগর্ভে, কি আকাশে,

"অন্ত কোথা তাঁর, অন্ত কোথা তাঁর" এই সদা সবে জিজ্ঞাসে হে

চেতন-নিকেতন পরশ-রতন, সেই নয়ন অনিমেষ,
নিরঞ্জন সেই, যাঁর দরশনে নাই রহে দুঃখ-লেশ হে

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ৫ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: ঝিঁঝিট

তাল: কাওয়ালি
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়:

গ্রহস্বর: র