দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান

শ্রবণ নমুনা


                    ৫

          মেঘ-মল্লার।  সুরফাঁকতাল

  

বিশ্ব-ভুবন-রঞ্জন, ব্রহ্ম পরম জ্যোতি,

অনাদি দেব জগ-পতি, প্রাণের প্রাণ

কতই কৃপা বরষিছে, প্রাণ জুড়ায় সুমধুর প্রেম-সমীরে,

দুখ-তাপ সকলি হয় অবসান

সবাকার তুমি হে পিতা বন্ধু মাতা,

অনন্ত লোক করে তব প্রেমামৃত পান।

অনাথ-শরণ এমন আর কে বা তোমা-হেন,

ডাকি তোমারে, দেখা দাও প্রভু হে কৃপানিধান

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৯ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
 

সুরকার:

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: মেঘ-মল্লার

তাল:  সুরফাঁকতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: মা