দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান
৭
বেহাগ। ত্রিতাল
তুমি বিনা কে সঙ্কট নিবারে, কে সহায় ভব-অন্ধকারে।
রয়েছি বন্দীসম মোহের আগারে, কুলষিত পাপ-বিকারে॥
বিষয়-রসে রত, তব প্রেমামৃত ছাড়ি মনোভৃঙ্গ বিহারে।
বিতর কৃপা তব, যার গুণে প্রভু মৃত দেহে জীবন সঞ্চারে,
পাপ-তিমির নাশি বিরাজ' হৃদয়ে আসি,
কি আর জানার তব দ্বারে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ২য় গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
বেহাগ
তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত
গ্রহস্বর: সা